নিউজ ডেস্ক:
বাংলাদেশ ইউনিভার্সিটিতে শেক্সপিয়ার ডে-২০১৭ উদযাপিত হয়েছে।
ইংরেজি বিভাগের উদ্যোগে শনিবার ইউনিভার্সিটি মিলনায়তনে এ উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ইঞ্জি. এম.এ. গোলাম দস্তগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউর কোষাধ্যক্ষ কামরুল হাসান এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল হক শরীফ।
স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শেখ আলাউদ্দিন। এছাড়া শেক্সপিয়ারের জীবনীর ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইংরেজি বিভাগের প্রধান এবং কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন প্রফেসর মোস্তফা কামালউদ্দিন।
বক্তারা এই বিখ্যাত নাট্যকার ও কবির জীবন এবং ইংরেজি ও বিশ্বসাহিত্যে তার অবদানের কথা উল্লেখ করে বলেন, শেক্সপিয়ার ছিলেন প্রথম আধুনিক মানুষ। যার লেখায় আমরা প্রথম আধুনিকতার ছোঁয়া পাই। ইউরোপের রেনেসাঁর প্রাণপুরুষ ছিলেন শেক্সপিয়ার।
তারা আরও বলেন, বিশ্বসাহিত্যে এই মহান ব্যক্তিত্বের আবির্ভাব না হলে আমরা সাহিত্যের অনেক কিছু থেকেই বঞ্চিত হতাম। আলোচনা শেষে শেক্সপিয়ার রচিত নাটক A Midsummer Night’s Dream এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভাগের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মকর্তা ও অভিভাবক উপস্থিত ছিলেন।