শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আরও চারজন আটক

নিউজ ডেস্ক:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রেবশেকারী আসা অব্যহত রয়েছে। প্রতিদিন চোরাপথে ভারত থেকে বাঙালিরা বাংলাদেশে প্রবেশ করছে। গতকাল বুধবার ভোরে মহেশপুরের মগদাশপুর গ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেন ৫৮ বিজিবির জুলুলী বিওপির জোয়ানরা। এ নিয়ে গত এক সপ্তাহে প্রায় তিন শ জনকে আটক করল বিজিবি। খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান এক ই-মেইল বার্তায় জানান, বুধবার ভোরের দিকে সীমান্ত পিলার ৫৩/১-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মগদাসপুর মাঠ দিয়ে ৪ বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় তাঁদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, সন্ধানে দুই বছর আগে তাঁরা ভারতে গিয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১ (১) (গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular