বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বলিউডের অন্যান্য পরিচালকদের কাছেও প্রসংশিত ‘বাহুবলী ২’

নিউজ ডেস্ক:

এস এস রাজমৌলির ‘বাহুবলী ২ : দ্য কনক্লুশন’ মুক্তির প্রথম দুই দিনেই ২৮৫ কোটি রূপি ঘরে তুলে ইতিহাস তৈরি করেছে। শুধু তাই নয় বলিউড অন্যান্য পরিচালকেরাও সিনেমাটির প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেছে!

মুক্তির আগেই ‘বাহুবলী ২’য়ের প্রশংসা করেছিলেন পরিচালক রামগোপাল ভার্মা। এবারে ‘বাহুবলী’কে ভারতের ‘যুগান্তকারী’ ছবি বলে উল্লেখ করে তিনি বলেন, “বাহুবলী’ ভারতীয় ছবির ইতিহাসে একটি কালজয়ী ও যুগান্তকারী ঘটনা। ভারতীয় ছবি আজ ‘বাহুবলী পূর্ব’ ও ‘বাহুবলী পরবর্তী’ এ দুই ভাগে বিভক্ত। ”

তিনি আরও বলেন, “খান, চোপড়া ও রোশনদের ছাড়িয়ে গেছে ‘বাহুবলী ২’। এ ছবির সাফল্য এটাই প্রমাণ করে বলিউড এখন আর শুধু নামধারী অভিনেতা-অভিনেত্রীদের দাপটেই চলে না। ”

পরিচালক মহেশ ভাট বলেন, ভারতীয় সিনেমাকে নতুন করে চেনাবে ‘বাহুবলী ২’। আমাদের এতদিনের সব ভাবনা-চিন্তাকে ভেঙে দিয়েছে রাজমৌলির এ সিনেমা। খেল বদলে দেওয়া চাল চেলেছে ‘বাহুবলী ২’।

Similar Articles

Advertismentspot_img

Most Popular