বর্তমান সরকার দুর্নীতি আর দেশের অর্থনীতির বারোটা বাজিয়েও ক্ষান্ত হয়নি: মির্জা আব্বাস !

0
22

নিউজ ডেস্ক:

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেছেন, ‘বর্তমান অবৈধ আওয়ামী সরকার দুর্নীতি আর লুটপাটে দেশের অর্থনীতির বারোটা বাজিয়েও ক্ষান্ত হয়নি। তারা বন্যার্ত মানুষের ত্রাণের টাকাও লুটপাটে ব্যস্ত। এই বাকশালী সরকারের কাছে কেউ নিরাপদ নয়।

গতকাল রবিবার সিলেটের দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা আব্বাস।

বিএনপিকে দেশের আপামর মানুষের প্রিয় দল উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, জাতির যে কোন দুর্যোগে প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে আসছে।

ত্রাণ বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি আবুল খায়ের ভুঁইয়া, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, কলিম উদ্দিন আহমদ মিলন, শাম্মী আক্তার, শফি আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ প্রমুখ।