নিউজ ডেস্ক:
নিখোঁজের একদিন পর বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্র আতিকুর রহমান সজিবের লাশ কীর্তনখোলা নদীর দপদপিয়া পয়েন্ট থেকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ৮টায় দপদপিয়া সেতুর নিচ থেকে সজিবের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সজিব নগরীর কাউনিয়া বাঁশের হাট এলাকার জাহাঙ্গীর মৃধার ছেলে।
গত শনিবার সকাল ১১টায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন সজিব। এ ঘটনায় রবিবার সকালে সজিবের বড় ভাই রবিউল ইসলাম সুজন কাউনিয়া থানায় একটি সাধারন ডায়েরি করেন।
কোতয়ালী থানার এসআই আবু তাহের জানান, দপদপিয়া ব্রীজের গার্ডারের উপর একজনের লাশ দেখে প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দেন। পুলিশ রাত সাড়ে ৮টার দিকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। আলমত দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। তারপরও ময়না তদন্ত রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।
পরিবারিক সূত্র জানায়, সজিব অত্যন্ত নিরীহ এবং ভদ্র প্রকৃতির ছেলে। বাসায় সারাক্ষণ পড়াশুনার মধ্যেই ডুবে থাকতো। তার কোন শত্রু নেই। প্রেমঘটিত কোন বিষয় নিয়ে কারো উপর অভিমান করে সে দপদপিয়া সেতু থেকে নদীতে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করছেন কেউ কেউ।