আজ শনিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিভিন্ন স্থানে সৃষ্ট বন্যা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।
প্রতিমন্ত্রী জানান, বন্যা কবলিত ১৫ জেলায় বন্যা দুর্গতদের সাহায্যে ৩ কোটি ১০ লাখ টাকা নগদ এবং ৬০ লাখ টাকা গোখাদ্য সহায়তা দেয়া হয়েছে।এই সহায়তা চলমান আছে।
বন্যা আরও কয়েক জেলায় ছড়ানোর সম্ভাবনা আছে এমন মন্তব্য করে প্রতিমন্ত্রী জানান, এখনও কিছু জায়গায় সহায়তা পৌঁছায়নি গণমাধ্যমের এমন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসকদের সাথে আলাপ করা হবে।
আগামী মাসে আরও একটি বন্যার আগাম আভাস আছে বলেও জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।