বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ফেন্সিডিলসহ কুষ্টিয়ার মাদকব্যবসায়ী স্বাধীন আটক

আলমডাঙ্গা পাঁচকমলাপুর ফাঁড়ি পুলিশের মাদকবিরোধী অভিযান

নিউজ ডেস্ক:আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিলসহ কুষ্টিয়ার মাদকব্যবসায়ী স্বাধীনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পাঁচকমলাপুর ক্যাম্প ইনচার্জ আসাদ গোপন সংবাদের ভিত্তিতে খাদিমপুর বানাতখালী মোড় থেকে তাকে মোটরসাইকেলসহ আটক করে।
জানা গেছে, কুষ্টিয়া ত্রিমোহনী হঠাৎপাড়ার আব্দুর রবের ছেলে স্বাধীন (৩০) দীর্ঘদিন ধরে মাদকব্যবসা করে আসছে। গত কয়েকদিন আগে নাম পরিচয়হীন এক ব্যক্তির সাথে তার কুষ্টিয়া থেকে পরিচয় হয়। সে তাকে মোবাইলের মাধ্যমে আলমডাঙ্গা ভালাইপুর মোড়ে আসতে বলে। স্বাধীন ৯ আগস্ট সকালে কুষ্টিয়া থেকে মোটরসাইকেলযোগে ভালাইপুর মোড়ে ফেন্সিডিল নিতে আসে। ভালাইপুর মোড় থেকে ফেন্সিডিল নিয়ে কুষ্টিয়া ফেরার পথে খাদিমপুর বানাতখালী মোড়ে পৌছালে পাঁচকমলাপুর ক্যাম্পের আইসি এএসআই আসাদ তাকে মোটরসাইকেলের গতি রোধ করে। এসময় স্বাধীন মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। তাকে তাড়িয়ে ধরে তার মোটরসাইকেলে থাকা বাজার করা ব্যাগ তল্লাশি করে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। পরে স্বাধীনকে আটক করে ফেন্সিডিলসহ আলমডাঙ্গা থানায় নিয়ে আসে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার দায়ের করা হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular