বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

প্রেমিকার টানে প্রাণ গেল এক যুবকের মামলার প্রস্তুতি চলছে

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি  : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে এক যুবক খুন হয়েছেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিকার চাচি হীরাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ভোরে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাওয়াভাষা গ্রামে এ ঘটনা ঘটে।

মাসুদ রানা (২২) উপজেলার চৌডালা ইউনিয়নের বসনিটোলা গ্রামের লাল মোহাম্মদের ছেলে।

তিনি আদিনা ফজলুল হক সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

নিহতের পরিবারের বরাতে গোমস্তাপুর থানার ওসি শেখ শাহীন কামাল জানান, মাসুদের সঙ্গে উপজেলার কাওয়াভাষা গ্রামের গ্রাম্য চিকিৎসক আমিরুল ইসলামের মেয়ে জয়তুন নেসার (১৬) প্রেমের সম্পর্ক ছিল। এরই সূত্র ধরে বৃহস্পতিবার রাতে জয়তুন মোবাইল ফোনে মাসুদকে তার বাড়িতে ডেকে নেন।

এরপর শুক্রবার ভোরে জয়তুন ফোন করে নিহতের চাচাতো ভাই আব্দুল হালিমকে জানান, মাসুদ রানাকে পাওয়া যাচ্ছে না। অনেক সন্ধানের পর হালিম মাসুদের লাশ উদ্ধার করে।

প্রেমিকার বাসায় মাসুদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশের ধারণা।

ঘটনার পর থেকে প্রেমিকা জয়তুন ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।

এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular