নিউজ ডেস্ক:
নিজের বান্ধবীর অশ্লীল এমএমএস বানাল এক ছাত্রী৷ ভারতের দিল্লির পাটেল নগরের এক সরকারি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী তার বান্ধবীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে যে, তার বান্ধবী তাকে ঘরে বন্ধ করে তরা অশ্লীল এমএমএস তৈরি করেছে৷
নির্যাতিতা ছাত্রীর পরিবার শুক্রবার পাটেল নগর থানায় বিক্ষোভ করে ও অভিযুক্ত ছাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করার দাবি জানায়৷ পুলিশ সূত্র খবর, দুই ছাত্রীর মধ্যে ঝগড়া চলছে, যদিও অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলার তদন্ত শুরু করেছে৷
পুলিশ জানিয়েছে, ১৫ বছরের ছাত্রী পাটেল নগরে তার পরিবারের সঙ্গে থাকে৷ সে স্থানীয় সরকারি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী৷ শুক্রবার সকালে সে তার পরিবারের লোকেদের জানায়, তারই এক সহপাঠী গত বৃহস্পতিবার তাকে ঘরে বন্দী করে তার অশ্লীল এমএমএস তৈরি করে৷ নির্যাতিতার পরিবার প্রতিবেশীদের নিয়ে থানায় পৌঁছে বিক্ষোভ শুরু করে৷
পুলিশ কর্মকর্তারা পরিস্থিতি শান্ত করে নির্যাতিতা ছাত্রীর অভিযোগ দায়ের করে৷ পুলিশ জানায়, বৃহস্পতিবার দুই ছাত্রীর মধ্যে কোন বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল৷ পুলিশ জানিয়েছে, তদন্তে যদি নির্যাতিতা ছাত্রীর অভিযোগ সত্য প্রমাণ হয় তবে অভিযুক্ত ছাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করবে পুলিশ ৷ ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত ছাত্রীর মোবাইল বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে৷