নিউজ ডেস্ক:
আপিল বিভাগের প্রাক্তন বিচারপতি মো. জয়নুল আবেদীনকে হাইকোর্টের দেওয়া আগাম জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. জয়নুল আবেদীনের জামিন বহাল রেখে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
আদালতে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। তিনি বলেন, জামিন স্থগিত করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ওপর আগামী ২৩ জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।
এর আগে গত ১০ জুলাই হাইকোর্ট থেকে জামিন নেন বিচারপতি মো. জয়নুল আবেদীন। তার জামিন আবেদনে বলা হয়, সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেয় দুদক। এরপর তিনি দুইবার দুদকে হাজির হয়েছিলেন। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। তারপরও গত ৫ ও ১৭ জুন একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে, মামলা না হলেও দুদক তাকে গ্রেপ্তার করতে পারে। এ পরিস্থিতিতে গ্রেপ্তারের আশঙ্কায় আগাম জামিন আবেদন করা হলো।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১০ সালের ১৮ জুলাই সম্পদের হিসাব চেয়ে আপিল বিভাগের প্রাক্তন বিচারপতি মো. জয়নুল আবেদীনকে নোটিশ দেয় দুদক। এ নোটিশ চ্যালেঞ্জ করে তিনি ওই বছরের ২৫ জুলাই হাইকোর্টে রিট আবেদন করলেও বিষয়টি উত্থাপিত হয়নি বিবেচনায় খারিজ করে দেন হাইকোর্ট। ওই বছরের ২৫ অক্টোবর দুদক পুনরায় সম্পদের হিসাব দাখিল করতে নোটিশ দেয়। এর সাত বছর পর গত জানুয়ারিতে দুদক আবার নোটিশ দেয় তাকে। এ নোটিশে তাকে আগের সম্পদের হিসাব স্পষ্ট করতে দুদকে হাজির হতে বলা হয়।