নিউজ ডেস্ক:
সারাদেশের ১২২টি প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পেয়েছে ‘ঢাকা অ্যাটাক’। প্রথম দিনেই সিনেমাটি সাড়ে চার কোটি টাকার বেশি আয় করেছে।
এর মধ্যে নেট সেল ১ কোটি পাঁচ লাখ টাকা। নির্মাতা দিপঙ্কর দীপন নিজেই এ তথ্য জানিয়েছেন।
শনিবার ফেসবুকে তিনি লিখেছেন, কাল রাতে মধুমিতা হলের সিনেমা হলের মালিক নওশাদ ভাই ফোন করেছিলেন অভিনন্দন জানানোর জন্য, তা হলে কাল প্রথম দিনেই তিনটা শো হাউসফুল গেছে। এটা রেকর্ড। তিনি আমাকে দোয়া করেছেন। তার আর্শীবাদ মাথা পেতে নিলাম। এ আমার সৌভাগ্য।
‘ঢাকা অ্যাটাক’র ডিসট্রিবিউটর অভি কথাচিত্রের অভি সকালে জানালো কাল সারা দেশে প্রায় সাড়ে চার কোটি টাকার উপর টিকেট সেলে হয়েছে। এটা গ্রস সেল, নেট সেল ১ কোটি ৫ লাখ। এটাও রেকর্ড।
আজ সকালে বলাকা সিনেমা হলের ম্যানেজার জানালো সাধারণত ২য় দিনে সেল পড়ে যায়। আজ আরো বেড়েছে। সকালে হাউসফুল যাচ্ছে বলাকা।