নিউজ ডেস্ক:
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকারি, বেসরকারি উদ্যোগে দেশের প্রতিটি জেলায় সরকারের সাধারণ বা বিশেষায়িত একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে।
গত বৃহস্পতিবার সরকারি দলের সংসদ সদস্য বেগম পিনু খানের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা জনান।
শিক্ষামন্ত্রী বলেন, দেশে আরো দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ এবং ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়’ নামে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে মন্ত্রিপরিষদে আইন অনুমোদিত হয়েছে। বর্তমানে বিলটি রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনের জন্য অর্থ বিভাগে পাঠানো হয়েছে।
তিনি বলেন, বর্তমানে দেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়াধীন ১৩৪টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এরমধ্যে ৩৯টি সরকারি এবং ৯৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) পর্যায়ে ভর্তির জন্য ৬ লাখ ২৬ হাজার ৩৫৮টি আসন রয়েছে।
এর আগে সকাল সোয়া ১০টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।