প্রতারণা করায় স্বামীর যৌনাঙ্গ পুড়িয়ে দিল স্ত্রী !

0
29

নিউজ ডেস্ক:

প্রতারণার জন্য স্বামীকে চরম শিক্ষা দিলেন এক স্ত্রী। সাবেক প্রেমিকার সঙ্গে যৌন সম্পর্ক গড়ার জন্য স্বামীর যৌনাঙ্গ পুড়িয়ে তাকে এই শিক্ষা দিলেন স্ত্রী ব্রনউইন জয় পার্কার।

স্ত্রীর কাছে লুকিয়ে সাবেক প্রেমিকার সঙ্গে ফের শারীরিক সম্পর্ক গড়েছিলেন অস্ট্রেলিয়ার এক বাসিন্দা। সেই আক্রোশে তার যৌনাঙ্গে আগুন লাগিয়ে দিয়েছেন তার স্ত্রী। জানা গেছে হেয়ার স্ট্রেইটনার দিয়ে তাঁর যৌনাঙ্গ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ব্রনউইন জয় পার্কারের বিরুদ্ধে। পুলিশের জেরায় ঘটনার দায় স্বীকার করেছেন তিনি।

পুলিশ সূত্রে খবর, কিছু দিন আগে পার্কারের স্বামী তার সাবেক প্রেমিকার সঙ্গে দুই রাত ধরে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলেন। পরে সে কথা জানতে পারেন তার স্ত্রী ব্রনউইন। তার জেরে তীব্র আক্রোশে স্বামীর যৌনাঙ্গে উতপ্ত হেয়ার স্ট্রেইটনার চেপে ধরেন তিনি। ঘটনায় পার্কারকে গ্রেফতার করেছে পুলিশ। বিচারে তার ৯ মাসের কারাদণ্ড ঘোষণা করা হয়েছে।