বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

পোশাক বিড়ম্বনায় প্রিয়াঙ্কা, ধার নিয়ে পরতে হলো শাড়ি!

নিউজ ডেস্ক:

আম্বানি-কন্যা ইশার এনগেজমেন্ট পার্টি উপলক্ষে ইতালির লেক কোমোতে হাজির হন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস। সেখানেই পোশাক বিড়াম্বনায় পড়তে হল প্রিয়াঙ্কাকে। সেই এনগেজমেন্ট পার্টিতে ধার করে নিয়ে শাড়ি পরতে হয় প্রিয়াঙ্কা চোপড়াকে।

জানা যায়, লেক কোমোতে প্রিয়াঙ্কা হাজির হলেও অনুষ্ঠানের আগে তাঁর ‘লাগেজ’ এসে পৌঁছায়নি । ফলে ইশা আম্বানি এবং আনন্দ পিরামলের এনগেজমেন্ট পার্টিতে প্রিয়াঙ্কা কী পরবেন, তা নিয়ে চিন্তায় পড়ে যান তিনি। প্রিয়াঙ্কার এমন বিপদে তার পাশে এসে হাজির হন ডিজাইনার মনিষ মালহোত্রা।

অভিনেত্রী বন্ধুর জন্য শাড়ি জোগাড় করে ফেলেন তিনি।  যার ফলে ইশা-আনন্দের এনগেজমেন্ট পার্টিতে ধার করে নিয়ে শাড়ি পরতে হয় প্রিয়াঙ্কা চোপড়াকে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular