বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

‘পৈতৃক সম্পত্তিতে পরিণত করে দেশকে ধংস করেছে আওয়ামী লীগ’

দেশকে পৈতৃক সম্পত্তিতে পরিনত করে ধংসে রুপান্তর করে গিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতা কুক্ষিগত করতে সংবিধান কাটাছেঁড়া করেছে। অন্যদিকে দলীয় কর্মীরা আখের গুছানোতে মত্ত ছিল।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবসকে উপলক্ষ করে বিএনপির ১৪ ও ১৫ সেপ্টেম্বর দু’দিনের কর্মসূচী ঘোষণা করে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, সৈরাচার সরকার প্রশাসন, আইন আদালত, পুলিশ বাহিনী ও তাদের সন্ত্রাসী সংগঠনের অত্যাচার, মতের বিরুদ্ধে গেলে গুম-খুন করে মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি করেছিল। এখন মানুষ মুক্ত বাতাসে নিশ্বাস নিচ্ছে, গণমাধ্যমও মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে। দেশকে এগিয়ে নিতে স্বার্বজনীন ভাবে কাজ করতে হবে বলেন তিনি।

বিএনপির কর্মসূচি নিয়ে তিনি জানান, ১৫ সেপ্টেম্বরের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালী সংযুক্ত থাকার কথা রয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular