বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

পুলিশ প্রশিক্ষণ‌ের জন্য ভারত থে‌কে আমদানি করা হলো প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া

এবিএস রনি, শার্শা  (যশোর) প্রতিনিধি।। যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে পুলিশ‌ের বি‌শেষ প্রশিক্ষণ‌ের জন্য ভারত থেকে ২০টি প্রশিক্ষণপ্রাপ্ত রাইডিং ঘোড়া আমদানি করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ সে‌প্টেম্বর) সকালে এ ঘোড়াগুলো দেশে প্রবেশ করেছে।

এ ঘোড়াগুলো বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার  আমদানি করেছে। আর ভারতের প্রিতম সিং ঠান্ডু এন্ড সন্স নামে এক রফতানিকারক প্রতিষ্ঠান এই ঘোড়াগুলো বাংলাদেশে রফতানি করেছেন। ঘোড়াগুলোর আমদানি মূল্য ১ লাখ ৭৯ হাজার ২০০ মার্কিন ডলার। সরকারের রাজস্ব দেওয়া হয়েছে ১৫ লাখ ৪২ হাজার টাকা।  বেনাপোল কাস্টমস হাউসের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর ঘোড়াগুলো সাভার ডেইরি ফার্মে নিয়ে যাওয়া হবে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম জানান, পুলিশ‌ের বি‌শেষ প্রশিক্ষণ‌ের জন্য উন্নত জাতের প্রশিক্ষণপ্রাপ্ত এ রাইডিং ঘোড়াগুলো ঢাকাস্থ বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে ব্যবহারের জন্য ভারত থেকে আমদানি করা হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular