এ ঘটনায় আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আব্দুল ওহাব সাবেক পৌর মেয়রও ছিলেন, গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলার পলাতক আসামি তিনি।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আব্দুল ওহাব গাজনার বিলে একটি বাড়িতে লুকিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তবে স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার পর আব্দুল ওহাব নিজেই পুলিশে যোগাযোগ করেন এবং পরে গাজনার বিল এলাকায় ফজর নামাজের পর আত্মসমর্পণ করেন। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।