নিউজ ডেস্ক:
অ্যান্ড্রয়েডের পুরাতন সংস্করণ ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে এলো হোয়াটসঅ্যাপ। ২০২০ সাল পর্যন্ত পুরাতন অ্যান্ড্রয়েড ওএসে বিনামূল্যে কথা বলার জনপ্রিয় এ ম্যাসেজিং অ্যাপ ব্যবহারের সাপোর্ট দেয়া হবে।
এর আগে হোয়াটসঅ্যাপ গত বছর থেকে অ্যান্ড্রয়েডের ২.১ থেকে শুরু ও ২.২ সংস্করণে চালিত ডিভাইসে সাপোর্ট দেওয়া বন্ধ করে দেয়। এতে অনেকে এ অ্যাপ ব্যবহারে সমস্যায় পড়েন। নতুন ঘোষণা অনুযায়ী পুরাতন ওএস ব্যবহারকারীরা এখন পুরোদমে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।
এদিকে চলতি বছর ৩০ জুনের পরে নকিয়া সিম্বিয়ান এস৬০ প্লাটফর্মে হোয়াটসঅ্যাপ সুবিধা বন্ধ করে দিবে প্রতিষ্ঠানটি। ব্ল্যাকবেরি ওএস, ব্ল্যাকবেরি ওএস ১০ এবং উইন্ডোজ ফোন ৮’সহ পুরাতন সংস্করণেও সাপোর্ট বন্ধ করে দেয়া হবে চলতি বছরের শেষ নাগাদ।
তবে নকিয়া এস৪০ প্লাটফর্মে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত সাপোর্ট পাওয়া যাবে বলে এক ব্লগপোষ্টে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।
উল্লেখ্য, ২০০৯ সালে ইয়াহুর সাবেক কর্মী ব্রায়ান অ্যাক্টন ও জান কউম মিলে হোয়াটসঅ্যাপ তৈরি করেন। ২০১৪ সালে ১৯ বিলিয়ন ডলারের ফেইসবুক কিনে নেয় জনপ্রিয় এ ম্যাসেজিং অ্যাপ। প্রতিদিন ৩০ বিলিয়নের বেশি মেসেজ আদান-প্রদান হয় এ মাধ্যম ব্যবহার করে ।
সূত্র: গেজেট থ্রি সিক্সটি ডিগ্রি