পিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু

0
4

গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রীপুরে পিকনিকে যাওযার গড় বিআরটিসি দ্বিতল বাসে বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের শ্রীপুরের উদয়খালি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জয়নাল আবেদিন।

নিহতরা হলেন সাকিব, মাহিন এবং মোজাম্মেল। তারা প্রত্যেকেই ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষাথী। তাৎক্ষনিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, বিআরটিসি দ্বিতল বাসটি রাস্তার পাশ দিয়ে ওই এলাকার মাটির মায়া রিসোর্টে যাওয়ার সময় বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে একজন শিক্ষার্থীর মৃত্যু হয়। আহত অবস্থায় ৫ শিক্ষার্থীকে হাসপাতালে পাঠায় স্থানীয়রা।

ময়মনসিংহ মেডিকেল নেয়ার পর সেখানে আরও দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন। এ বিভাগের প্রধানের সেক্রেটার ইমরান হোসেন জানান, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এই ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।