নিউজ ডেস্ক:মেহেরপুরের গাংনীতে পানি ভেবে এসিড পান করে রকি মিয়া (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত রকি গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের হাড়িয়াদহ গ্রামের বিছার উদ্দীনের ছেলে। গত রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রকি মিয়া মারা যায়।
স্থানীয়রা জানান, রকি মিয়া গত শনিবার সন্ধ্যা রাতে একটি মিনি ট্রাকে চড়ে বাড়ি আসছিল। ওই ট্রাকের মধ্যে একটি বোতলে মরিচা রোধক এসিড ছিল। প্রচÐ পিপাসা লাগাই রকি পানি ভেবে ওই বোতলের পানি পান করে। পরে অসুস্থ হলে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি দেখে পরের দিন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেও তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাড়িয়াদহ গ্রামের বাসিন্দা নাসির উদ্দীন মাস্টার জানান, রকি হাড়িয়াদহ প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণী পাশ করে হাড়িয়াদহ-মহিষাখোলা মাধ্যমিক বিদ্যালয়ে কিছুদিন লেখাপড়া করে। পরে সে লেখাপড়া বাদ দিয়ে গাংনী উপজেলা শহরের মতিয়ার স্টোরে সেলসম্যান হিসাবে কাজ করতো। রকি ছিল বাবা-মায়ের দু’সন্তানের মধ্যে বড় সন্তান। গতকাল সোমবার বিকেলে রকির জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন সম্পন্ন হয়। এদিকে নিহত রকির এ অকাল মৃত্যুতে তার মা-বাবার কান্না যেনো থামছেনা। নিহত রকিকে শেষবারের মতো এক নজর দেখতে আসা কয়েক হাজার মানুষের বুকফাটা কান্নায়ও এলাকার বাতাস যেনো ভারী হয়ে গিয়েছিল।