নিউজ ডেস্ক:
শিগগিরই বাংলাদেশে পাটজাত পণ্যের আন্তর্জাতিক মেলা আয়োজন করা হবে বলে জানিয়েছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম।তিনি বলেন, এই মেলায় বিশ্বের বিভিন্ন দেশ পাট দিয়ে উৎপাদিত পণ্য সামগ্রী নিয়ে অংশ নেবে।
গতকাল শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পাট খাতের সম্ভাবনা শীর্ষক সেমিনারে তিনি এ তথ্য জানান।ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এ সেমিনারের আয়োজন করে।
মির্জা আজম বলেন, পাটজাত দ্রব্য দিয়ে উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রীর জন্য একটি প্রদর্শনী সেন্টার খোলা হবে। যেখান থেকে দেশি-বিদেশি ক্রেতারা পাইকারি দরে তা কিনতে পারবে।
প্রতিমন্ত্রী অভিযোগ করে বলেন, বঙ্গবন্ধু নিহত হওয়ার পর থেকে সব সরকার আন্তর্জাতিক ষড়যন্ত্রের সঙ্গে তাল মিলিয়ে পাট শিল্প ধ্বংস করেছে। বর্তমান সরকার সেই হারানো গৌরব পুনরুদ্ধারের জন্য কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যেই নতুন যুগপোযোগী পাট আইন করা হয়েছে।
পাট শিল্প আবারও বাংলাদেশের প্রধান রপ্তানিকারক পণ্যে পরিণত হবে বলে আশাবাদ করেন তিনি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষণাবিষয়ক পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।
ইআরএফের সভাপতি সাইফ ইসলাম দিলালের সভাপতিত্বে সেমিনারে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের চেয়ারম্যান মাহমুদুল হাসান, পাট অধিদপ্তরের মহাপরিচালক মোসলেহ উদ্দিন, বহুমুখী পাট পণ্য উৎপাদন সমিতির আহ্বায়ক রাশেদুল করিম, ইআরএফের সেক্রেটারি জিয়াউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।