ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে যুক্তরাজ্য পূর্ণ সমর্থ দেবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। বিশেষ করে বাংলাদেশ থেকে পাচার হওয়া বিলিয়ন ডলার ফিরিয়ে আনার প্রচেষ্টা থাকবে বলেও জানান তিনি।
রোববার (১৭ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
ক্যাথরিন ওয়েস্ট বলেন, ‘আপনাদের জানানো গুরুত্বপূর্ণ যে, আমাদের সমর্থন আপনাদের পাশে আছে।’
ব্রিটিশমন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনা সরকারের প্রায় ১৬ বছরের শাসনামলে বিদেশে পাচার হওয়া বিলিয়ন ডলার ফেরত আনার প্রচেষ্টায় অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবে।’
প্রধান উপদেষ্টা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাম্প্রতিক প্রতিবেদনের উল্লেখ করে বলেন, ‘প্রতি বছর ১২ বিলিয়নেরও বেশি ডলার বিদেশে পাচার হয়েছে।’
সাক্ষাৎকালে অধ্যাপক ড. ইউনূস তার সরকারের সংস্কার উদ্যোগগুলোর বিষয়ে আলোচনা করেন, যা দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো এবং নির্বাচন কমিশনকে সঠিক পথে আনার জন্য নেওয়া হয়েছে।
তিনি বলেন, এই সংস্কারের উদ্দেশ্য হলো, দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা এবং আগের সরকারের অধীনে চালু থাকা ভোট জালিয়াতির ধারাকে ভেঙে ফেলা।
ব্রিটেনের মন্ত্রী রোহিঙ্গা শরণার্থী, স্থানীয় সম্প্রদায় এবং বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য ১০.৩ মিলিয়ন পাউন্ড সহায়তা দেওয়ার ঘোষণা দেন।
ড. ইউনূস আবারও মিয়ানমারের সহিংসতায় ক্ষতিগ্রস্ত রাখাইন অঞ্চলে ‘জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল’ তৈরির আহ্বান জানান। যেন তারা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য না হয় এবং দাতব্য সংস্থা ও সাহায্য সংস্থাগুলো তাদের দোরগোড়ায় সহায়তা পৌঁছে দিতে পারে।
তারা আলোচনায় আঞ্চলিক ভূরাজনীতি, সংখ্যালঘুদের অধিকার, দক্ষিণ এশিয়ার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক এবং নেপালের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক ৪০ মেগাওয়াট বিদ্যুৎ চুক্তি নিয়েও কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার দক্ষিণ এশিয়ার একটি বিদ্যুৎ গ্রিড তৈরির পরিকল্পনাকে পুরোপুরি সমর্থন দিয়েছে, যার মাধ্যমে নেপাল ও ভুটানের জলবিদ্যুৎ থেকে বিদ্যুৎ আনা সম্ভব হবে।
সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বলেন, ‘একটি ব্রিটিশ মেডিকেল দল এ মাসে বাংলাদেশে এসছে। যারা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গুরুতর আহত ছাত্র ও অন্যান্য প্রতিবাদকারীদের চিকিৎসা দিচ্ছে। তারা প্রতিদিন তিনটি করে সার্জারি পরিচালনা করছে।’