পশ্চিম তীরে ২০ বাড়ি গুঁড়িয়ে দিল ইসরায়েল

0
8
অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি বাহিনীর হামলায় রোববার (২ ফেব্রুয়ারি) অন্তত ২০টি বাড়ি ধ্বংস হয়েছে। শক্তিশালী বিস্ফোরণের শব্দ আশপাশের শহরগুলো থেকেও শোনা গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জেনিন শরণার্থী শিবিরের কাছে আদ-দামজ এলাকায় একটি আবাসিক ব্লক পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি সেনাবাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করলেও তাদের দাবি, ভবনগুলো সন্ত্রাসী অবকাঠামো হিসেবে ব্যবহৃত হচ্ছিল—তবে এ বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করেনি তারা।

জেনিন সরকারি হাসপাতালের পরিচালক ওয়াসিম বকর জানিয়েছেন, হামলায় হাসপাতালের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ফিলিস্তিনি অধিবাসীরা জানান, কয়েক সপ্তাহ ধরে লাগাতার ইসরায়েলি হামলার শিকার হচ্ছেন তারা। কারফিউ জারির কারণে ব্যবসা-বাণিজ্য বন্ধ রয়েছে, বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

উল্লেখ্য, জানুয়ারির মাঝামাঝি সময় থেকে পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। “আয়রন ওয়াল” নামক এই অভিযানে বিশেষভাবে জেনিনের ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে জানা গেছে।