পর্তুগালে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের লিসবন দূতাবাসের অভ্যর্থনা

0
58

নিউজ ডেস্ক:

পর্তুগালের প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের সম্মানে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রুহুল আলম সিদ্দিকী। তার লিসবনের বাংলাদেশ হাউসে রবিবার এ অায়োজন করা হয়।
এতে পর্তুগালের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের বাংলাদেশি শিক্ষার্থী, পর্তুগিজ শিক্ষকসহ শতাধিক অতিথি অংশ নেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে আগত বাংলাদেশি শিক্ষার্থী, অধ্যাপক এবং শিক্ষাবিদগণদের রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তাবৃন্দ স্বাগত জানান। এরপর রাষ্ট্রদূতের শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এ সময় অতিথিদেরকে দেশীয় খাবার চটপটি, পিয়াজু, চানাচুর, লাড্ডু ও বিভিন্ন পিঠা ও পানীয় দিয়ে আপ্যায়ন করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে, রাষ্ট্রদূত শিক্ষার্থীদের খোঁজ খবর নেন এবং তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা মনোযোগ দিয়ে শোনেন। এসময় তিনি বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যায় শিক্ষার্থীদের পর্তুগালে আসতে উৎসাহিত করার আহ্বান জানান বর্তমান শিক্ষার্থীদের।

শিক্ষার্থী অনিক রায় ও তার সঙ্গীদের ঢোল, মন্দিরা ও কাঁসার বাদ্যের তালে তালে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নোভা বিশ্ববিদ্যালয়ের পি.এইচ.ডি শিক্ষার্থী কে. এম মোস্তফা আনোয়ার স্বপনের যন্ত্র-সঙ্গীরা শাস্ত্রীয়, রবীন্দ্র এবং জনপ্রিয় লোক সঙ্গীতের মূর্ছনায় সকলকে বিমোহিত করেন নাইম হাসান পাভেল। মেডিকেল শিক্ষার্থী রাখি চন্দ রায়ের রবীন্দ্র সঙ্গীত এবং সুমাইয়া ও সাবিনা নৃত্যের তালে তালে সবাইকে মাতিয়ে রাখে।

বাংলাদেশি সঙ্গীতের সুর, নৃত্যের ঝংকার এবং বাদ্যের তালে এই সময় অনুষ্ঠানস্থলটি উৎসবমুখর এক খণ্ড বাংলাদেশে পরিণত হয়। অনুষ্ঠানের শেষে আগত অতিথিদেরকে বাংলাদেশ দূতাবাসের কর্তৃক দেশীয় ঐতিহ্যবাহী খাবার দিয়ে অতিথিদেরকে নৈশভোজ করান।