বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

পরিবারসহ কোরীয় কূটনীতিককে পেটালেন পাক কর্মকর্তা

নিউজ ডেস্ক: পাকিস্তানের করাচিতে উত্তর কোরিয়ার দূতাবাসের এক কর্মকর্তা ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

দেশটির শুল্ক কর্তৃপক্ষের এক কর্মকর্তা দলবল নিয়ে এ কাণ্ড ঘটান।

এ সময় ওই কূটনীতিকের বাড়িতে ভাঙচুর চালানো হয়। ওই কূটনীতিক দম্পতির মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকিও দেয়া হয়। খবর এএফপির।

ওই দম্পতি পাকিস্তানের শুল্ক বিভাগের প্রধানের কাছে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেছেন।

এতে ঘটনার তদন্ত করে অভিযুক্তদের বিরদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি করা হয়েছে।

এই ঘটনা উত্তর কোরিয়ার সঙ্গে পাকিস্তানের কূটনীতিক সম্পর্কের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

গত ৯ এপ্রিল অন্তত ১০ কর্মকর্তা কোরিয়ার ওই কূটনীতিকের করাচির বাসায় যান। এ সময় তাদের হাতে পিস্তলও ছিল।

ঘটনার দিন ওই কূটনীতিক ও তার স্ত্রীকে ব্যাপক মারধর করা হয়। ওই কূটনীতিকের স্ত্রীকে চুলের মুটি ধরে টানা-হেঁচড়া করা হয়।

দেয়ালে ঝোলানো ওই দম্পতির ছবিতে গুলিও করা হয় বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়।

শুল্ক বিভাগের প্রধান শোয়াইব সিদ্দিক এএফপিকে বলেছেন, এটি একটি মারাত্মক অভিযোগ। বিষয়টি খতিয়ে দেখতে আমরা একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছি।

গত ২৭ এপ্রিল পাঠানো ওই চিঠিতে আরও বলা হয়, ঘটনার সম্পূর্ণ তথ্য সিসিটিভির ফুটেজে সংরক্ষণ করা আছে।

এ বিষয়ে শোয়াইব সিদ্দিক বলেন, সিসিটিভির ফুটেজ পরীক্ষ করা হবে। যাতে করে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা যায়।

ওই কূটনীতিকের পরিচয় এখনও জানা যায়নি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular