পদার্থবিদ্যায় নোবেল পেলেন ৩ মার্কিন বিজ্ঞানী !

0
25

নিউজ ডেস্ক:

মহাকর্ষীয় তরঙ্গ সনাক্তকরণের জন্য এ বছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী। তারা হলেন রেইনার ওয়েস, ব্যারি সি ব্যারিশ, কিপ এস থ্রোন।

গতকাল মঙ্গলবার নোবেল কমিটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। বিজয়ী তিন বিজ্ঞানী ৯০ লাখ সুইডিস ক্রোনার মূল্যমানের পুরস্কারটি ভাগাভাগি করে নেবেন। বাংলাদেশি মুদ্রার এই পুরস্কারের মূল্য দাঁড়ায় ৯০ কোটি টাকা।

এর আগে, কোষ কীভাবে সময়ের হিসাব করে সেই পদ্ধতি আবিষ্কারের জন্য গত সোমবার চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। সেই পুরস্কারটিও পেয়েছেন তিন আমেরিকান। তারা হলেন জেফ্রি হল, মাইকেল রসবাশ ও মাইকেল ইয়ং।