নীলকন্ঠ ডেস্ক:
দেশের সুনামধন্য ও পুজিবাজারের শীর্ষ তালিকাভুক্ত প্রতিষ্ঠান চুয়াডাঙ্গার অটোমেটিক ব্রেড অ্যাণ্ড বিস্কুট ফ্যাক্টরি বঙ্গজ লিমিটেডে অভিযান চালিয়েছে জেলা টাস্কফোর্স ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় পুরনো ও নোংরা পাউরুটি দিয়ে নতুন পাউরুটি তৈরি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার (১৭ নভেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন সেনাবাহিনী ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
অভিযান সুত্রে জানা গেছে, বঙ্গজ লিমিটে প্রতিষ্ঠানটিকে পূর্বে সতর্ক করা সত্ত্বেও পুনরায় অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য তৈরি করতে দেখা যায়। বিভিন্ন বিস্কুট, পাউরুটি তৈরি করে রাখা হচ্ছে অস্বাস্থ্যকর লেখা কাগজ, ছাপা কাগজ, কার্টুন ও অস্বাস্থ্যকর মেঝেতে। কর্মচারীদের স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হচ্ছেনা। অপরিচ্ছন্ন ও নোংরা বস্তায় রাখা হয়েছে বিস্কুট তৈরির কাচামাল। পুরাতন ও নোংরা পাউরুটি ও ভাংগা বিস্কুট পানিতে ভিজিয়ে পুনরায় মেশানো হচ্ছে নতুন খাবারে। খাবারে বিভিন্ন প্রকার কেমিক্যাল মেশানো হলেও নাই কোন প্রাতিষ্ঠানিক ডিগ্রিধারী কেমিস্ট।
এছাড়াও বিভিন্ন প্রকার অনিয়ম পাওয়া যায়। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার ফজলুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ লাখ টাকা জরিমানা করা হয়। সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ বলেন, পূর্বে সতর্ক করা শর্তেও আবারো একই অনিয়মের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
পুনরায় তাদের স্বাস্থ্যসম্মতভাবে খাবার তৈরি করার ব্যাপারে নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব সজিব পাল, ছাত্র প্রতিনিধি মুশফিকুর রহিম ও সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আমিনুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস টিম।