নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: এনামুল হক শামীম !

0
23

নিউজ ডেস্ক:

ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র, নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।

গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগের কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত শহীদদের স্মরণে আগামী ১২ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ছাত্রলীগ ঘোষিত ছাত্রসমাবেশ সফলের লক্ষ্যে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

এনামুল হক শামীম বলেন, বিএনপি-জামায়াত জোট আমলে একটি প্রচলিত প্রবাদ ছিল ‘মায়েপুত মিল্লা-দেশটা খাইলো গিল্লা’। সেই তারেক রহমান দেশ ছেড়ে বিদেশের মাটিতে আয়েসি জীবনযাপন করছেন। এখন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু ষড়যন্ত্র করে লাভ হবে না। দেশের জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে, আগামীতেও থাকবে।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বান জানিয়ে শামীম বলেন, আগামী নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জে আমাদের জয়ী হতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখন থেকে ছোট-খাট সমস্যা থাকলে তা মিটিয়ে ফেলতে হবে। সরকারের উন্নয়নগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে। নিস্ক্রিয় নেতাকর্মীদের সক্রিয় করতে হবে। ভাসমান কিছু ভোটার আছে, তাদেরকে নৌকার পক্ষে নিয়ে আসতে হবে।

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা, ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, দক্ষিণের সভাপতি বায়জিদ আহমেদ খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।