বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার সকল উপজেলা ইউনিটের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামী নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ডঃ সামিউল হক ফারুকী এবং জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল জনাব মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া।
এসময় জামায়াতে ইসলামীর বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।