নেতা না থাকায় ড.কামালকে ভাড়া করেছে বিএনপি !

0
24

নিউজ ডেস্ক: update 22-10-18

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি এখন নেতাশূন্যতায় ভুগছে বলেই, ড. কামাল হোসেনের সঙ্গে ঐক্য করেছে। রোববার( ২১ অক্টোবর)  দুপুরে ভোলা সদর উপজেলায় আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি। এ সময় সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে কটূক্তি করায় ব্যারিস্টার মইনুল হোসেনের তীব্র সমালোচনা করেন তোফায়েল আহমেদ।

এ সময় তিনি আরও বলেন, ‘বিএনপির এখন দুর্দিন ওদের নেতা নাই। তাদের চেয়ারপার্সন দুর্নীতির দায়ে বিচার হয়ে কারাগারে। আরেক ছেলের খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। একটা খুনিকে তারা বানিয়েছে চেয়ারম্যান। কিন্তু তাতেও যখন কাজ হয় না তখন ভাড়া করেছে ডক্টর কামাল হোসেনকে। ব্যারিস্টার মইনুল হোসেন টকশোতে নারী সাংবাদিককে বলেছে চরিত্রহীন, এখন সারা বাংলাদেশের নারী সমাজ মইনুল হোসেনকে ধিক্কার দিচ্ছে।’