বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

নুরুল হুদা কমিশনের শপথ ১৫ ফেব্রুয়ারি !

নিউজ ডেস্ক:

কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নব গঠিত নির্বাচন কমিশনের (ইসি) শপথ গ্রহণ আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ওই দিন বিকেল ৩টায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তাদের শপথবাক্য পাঠ করাবেন।

গতকতাল মঙ্গলবার সন্ধ্যায় হাইকোর্ট ডিভিশনের অতিরিক্ত (প্রশাসন ও বিচার) রেজিস্ট্রার সাব্বির ফয়েজ এ তথ্য জানান। ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে শপথ গ্রহণের চিঠি পাঠান।

সাবেক সচিব একেএম নূরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার করে সোমবার পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন চূড়ান্ত করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মন্ত্রিপরিষদ বিভাগ সোমবার রাতেই তাদের নিয়োগের আদেশ জারি করে।

নিয়োগ পাওয়া অন্য ৪ নির্বাচন কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা জজ কবিতা খানম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী ও সাবেক অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম। তারা কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন বিদায়ী নির্বাচন কমিশনের স্থলাভিষিক্ত হবেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular