নিহাল স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন

0
1
মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিহাল স্মৃতি স্মরণেরউদ্যোগে ১ম বারের মতো ফুটবল ২০২৫ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল ৪ টায়
রাজনগর স্কুল মাঠে স্কুল মাঠে ব্রাদার্স ক্লাব বনাম বন্ধু ক্লাব অংশগ্রহণ করেন।
রাজনাগর নবশুভ সংঘ ফুটবল ক্লাবের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন মৃত নিহলের পিতা টিপু সুলতান, এ সময় আরো উপস্থিত ছিলেন সাজ্জাত নূর(এমডি ইসলামি ব্যাংক বালুচর এজেন্ট শাখা), শুক্কুর আলি (সমাজ সেবক) সবুজ আহম্নেদ (কুয়েত প্রাবাসী) ফরিদ হোসেন, রিপন মিয়া সৈয়দ মেহেদী হাসান, হাসিবুল ইসলাম আসিফ বাঁধন।
এই টুর্নামেন্টে ব্রাদার্স ক্লাব বনাম বন্ধু ক্লাব অংশ
নেয়,নির্ধারিত ৫০ মিনিটের খেলায় ব্রাদার্স ক্লাবকে ২/১ গোলে হারিয়ে বন্ধু ক্লাব জয়ী হয়।