বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

নিজের ডেলিভারি থামিয়ে রোগীর ডেলিভারি করালেন চিকিৎসক !

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের বাসিন্দা আমান্দা হেস। পেশায় তিনি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ। নিজের হাতে বহু নারীর ডেলিভারি করিয়েছেন। এবার তিনি নিজেই গর্ভবতী। মা হতে চলেছেন।

কিন্তু সন্তানের জন্মের জন্য তখন তাঁকে হাসপাতালের লেবার রুমে নিয়ে যাওয়া হয়েছে, তখনই তার কানে এল আরেক নারীর প্রসব বেদনার যন্ত্রণার গোঙানি। খোঁজ নিয়ে জানতে পারলেন, একই হাসপাতালে ভর্তি সেই নারীও মা হতে চলেছেন। ডাক্তারকে খবর দেওয়া হয়েছে। কিন্তু তিনি তখনও হাসপাতালে এসে উপস্থিত হতে পারেননি।

সিদ্ধান্ত নিতে আর এক মুহূর্ত দেরি করেননি হেস। নিজে বেড থেকে নেমে এসে ওই নারীকে নিয়ে ঢোকেন লেবার রুমে। নিজে হাতে ডেলিভারি করান ওই নারীর সন্তানের। তারপর নিজেও জন্ম দেন এক ফুটফুটে সন্তানের।

ডাক্তারি পেশায় প্রথম দায়িত্ব ও কর্তব্যই হল যেকোনও সময় যেকোনও মুহূর্তে যেকোনও পরিস্থিতিতে রোগীর চিকিৎসা করা। হেস সেটা অক্ষরে অক্ষরে পালন করেছেন। যা ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত অন্য সবার কাছেই শিক্ষণীয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular