বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

নিজস্ব ভাষায় কথা বলা শুরু করেছে ফেসবুকের রোবট !

নিউজ ডেস্ক:

নিজস্ব ভাষায় কথা বলা শুরু করেছিল ফেসবুকের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স) সম্পন্ন রোবট চ্যাটবট। আর এমন সমস্যার মুখে পড়ার পর ওই এআই ব্যবস্থা বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

ঘটনাটি এমন সময়ে ঘটল যখন এআই নিয়ে মার্কিন প্রকৌশলী ইলন মাস্ক-এর শংকা প্রকাশ আর ফেইসবুক প্রধান জাকারবার্গের সঙ্গে মাস্ক-এর বাক-বিতণ্ডা চলছে।

জানা গেছে, ‘এটি ইংরেজি ভাষা ব্যবহার বন্ধ করে দেয় আর নিজের সৃষ্ট একটি ভাষায় কথা বলা শুরু করে। ফলে বিষয়গুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর’ এই এআই ব্যবস্থা বন্ধ করে দিতে বাধ্য হয় বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি। এ নিয়ে এখন নতুনভাবে প্রতিষ্ঠানটির গবেষকরা কাজ করছেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular