বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

নিউ ইয়র্কের রাস্তায় ট্রাম্প-পুতিনের রঙ্গ-ব্যঙ্গ ‘প্রেমকাব্য’

নিউজ ডেস্ক:

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো দেশটির নাগরিকদের পছন্দের পাত্র হয়ে উঠতে পারেননি। সম্প্রতি নিউ ইয়র্কের রাস্তায় তাঁরই প্রমাণ মিলল। নিউ ইয়র্ক শহরের চেলসার অ্যাপল স্টোরের সামনের বিশাল দেওয়ালে প্রজেক্ট করা হয়েছে অন্তঃসত্ত্বা ট্রাম্পের ছবি। সঙ্গী হিসেবে তাকে জড়িয়ে ধরে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রতিবাদের এই নমুনা থমকে দিল নিউ ইয়র্কের মতো ব্যস্ত শহরকেও।

ট্রাম্প-পুতিনের এই হালের জন্য দায়ী মার্কিন ডেটিং অ্যাপ সংস্থা ‘হেটার’। যুবক-যুবতীদের পছন্দ নয়, অপছন্দের ভিত্তিতে তাদের জন্য সঙ্গী খুঁজে দেয় এই সংস্থা। সংস্থার ৮০ শতাংশ উপভোক্তাই নতুন প্রেসিডেন্টকে অপছন্দের তালিকায় ফেলেছে। সেই কারণে এই প্রোজেকশনের মাধ্যমে এই ব্যাঙ্গাত্মক ছবি তুলে ধরেছে সংস্থা। শুধু সেখানেই নয়, একাধিক জায়গায় প্রোজেকশনের মাধ্যমে তুলে ধরা হয়েছে এই ছবি। পাশে লেখা হয়েছে #LoveThroughHate।

সংস্থার দাবি, ঘৃণার মাধ্যমেই ভালবাসার কথা ছড়িয়ে দিতে এই ক্যাম্পেন করেছেন তাঁরা। কিন্তু নিন্দুকদের মতে, রঙ্গ-ব্যঙ্গে এই ছবি যেন পুতিন-ট্রাম্পের গোপন আঁতাতেরই প্রতিফলন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular