এ সপ্তাহে চারটি খেলার মধ্যে তিনটি খেলা হয়েছে, আর একটি ওয়াকওভার পেয়েছে। দিনের প্রথম দুই ম্যাচে দর্শকরা গোলের দেখা পাননি। ‘ব্রাদার্স অ্যালায়েন্স’ বনাম ‘ওজনপার্ক এফসি’ এবং ‘জ্যাকসন হাইটস ক্লাব’ বনাম ‘ব্রঙ্কস ইউনাইটেড’-এর মধ্যকার খেলা দুটি গোল শূন্য ড্র হলে পয়েন্ট ভাগাভাগি করে নেয় চারটি দল। ‘ব্রঙ্কস স্টার’ বনাম ‘নিউ জার্সি ইউনাইটেড’-এর মধ্যকার খেলায় ‘ব্রঙ্কস স্টার’ সহজেই ১-০ গোলে ‘নিউ জার্সি ইউনাইটড’কে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। বিজয়ী দলের পক্ষে খেলার প্রথমার্ধে ১০ মিনিটের সময় রাহি একমাত্র গোলটি করে দলকে এগিয়ে নিয়ে যান। অন্যদিকে ‘সোনার বাংলা ক্লাব’ ওয়াকওভার পেয়ে পূর্ণ দুই পয়েন্ট অর্জন করলো ‘ব্রঙ্কস ওয়ারিয়র’ মাঠে না আসায়।
খেলা চলাকালে স্পোর্টস কাউন্সিলের কর্মকর্তাদের মধ্যে উপদেষ্টা আজম চৌধুরী, নূর ভুইয়া, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল, কোষাধ্যক্ষ ওয়াহিদ কাজী এলিন, সাংগঠনিক সম্পাদক সাইকুল ইসলাম, প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, কার্যকরী পরিষদ সদস্য আবু তাহের আসাদ, আব্দুল কাদির লীপু, ইয়াকুত রহমানসহ আরও অনেকে মাঠে ছিলেন। ২০১৪ সাল থেকে নিউ ইয়র্কে ফুটবল লীগের পাশাপাশি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের লীগে ৯টি দল অংশ নিচ্ছে। এগুলো হলো: জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব, ব্রঙ্কস ইউনাইটেড, আইসাব, নিউ জার্সি ইউনাইটেড, সোনার বাংলা, ওজনপার্ক এফসি, ব্রঙ্কস স্টার, ওয়ারিয়র ও ব্রাদার্স অ্যালায়েন্স। লীগের খেলা শেষে শীর্ষ চার দলের (সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী) সমন্বয়ে টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে। লীগের পরবর্তী খেলা আগামী ২৩ জুলাই রোববার বিকেল সাড়ে ৩টায় একই মাঠে অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় ‘ব্রঙ্কস স্টার’ বনাম ‘সোনার বাংলা’, দ্বিতীয় খেলা ‘ব্রঙ্কস ওয়ারিয়র’ বনাম ‘ওজনপার্ক এফসি’, তৃতীয় খেলা ‘নিউ জার্সি ইউনাইটেড’ বনাম ‘আইসাব এফসি’র মধ্যে অনুষ্ঠিত হবে। প্রবাসী বাংলাদেশির জন্য ১৯৯৫ সাল থেকে এই ফুটবল লীগ আয়োজন করে আসছে নিউ ইয়র্কে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল।