নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সোমবার (৩০ অক্টোবর) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাফিজুর রহমান ৫ জুয়াড়ী প্রত্যেকে ৭ দিনের করে বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলে প্রেরন করেছে। জুয়াড়ীরা হচ্ছে বাশঁহাটি গ্রামের আলমগীর হোসেন, আব্দুল বারিক, রফিকুল ইসলাম, আতাউর রহমান ও বিয়ারা গ্রামের আব্দুস সালাম। পুলিশ এদেরকে বাশঁহাটি গ্রামের একটি জুয়ার আসর থেকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে সোর্পদ করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এই সাজা প্রদান করেন। অপরদিকে শেরপুর ইউনিয়নের পাচঁরুখী গ্রাম থেকে ফরিদ নামে এক ইয়াবা ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করে হাজতে প্রেরন করেছে।