নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল ইউনিয়নের রসুলপুর মনাকষা গ্রামের কৃষক ও দলিল লেখক মোঃ আবু সাদেক সরকারের নিজস্ব প্রায় ২একর জমিতে স্থানীয় কতিপয় দাঙ্গাবাজ ও সন্ত্রাসী পূর্ব শক্রতার কারণে বোর ধান জমিতে আবাদ করতে না দেওয়ায় জমি অনাবাদী হয়েছে। এতে করে প্রতি ফসলে তার প্রায় ১লাখ টাকার অর্থনৈতিক ক্ষতি সাধিত হচ্ছে। এমনকি আবু সাদেক সরকারকে বাড়িতে যাবার নিষেধ প্রদান সহ তার নিকট মোটা অংকের চাঁদা দাবী করে যাচ্ছে। মোঃ আবু সাদেক সরকার জানান, তার বাড়িতে ভাংচুর, চুরি ও ক্ষতিসাধন করায় তিনি নান্দাইল মডেল থানায় বিগত ৮সেপ্টেম্বর/২০১৭তারিখে একই গ্রামের মৃত আসন আলীর পুত্র রহিম উদ্দিন, বিল্লাল মিয়া, রায়হান মিয়া, খুররম ও গোলাপ মিয়া, ২০জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১০/১৫জনের নামে একটি মামলা দায়ের করেন। মামলা নং ১০(৯)/২০১৭। এস আই মোঃ নুরুল হুদা মামলাটি তদন্ত করে সকল আসামীদের নামে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন। এই ঘটনার প্রেক্ষিতে আসামীরা বাদীর নিকট মামলার সকল খরচ বাবদ ২০ লাখ টাকা দাবী করে। দাবীকৃত টাকা প্রদান না করলে তাকে বাড়িতে আসতে দেয়া হবে না বলে হুমকী দিয়েছে। এতে করে আবু সাদেক সরকার বিগত সেপ্টেম্বর/২০১৭ থেকে নিজ বাড়িতে যেতে পারছে না। অপর দিকে নান্দাইল মডেল থানা পুলিশ আবু সাদেক সরকারকে ২দিন অবরুদ্ধ অবস্থায় তাকে বাড়ি থেকে উদ্ধার করেছে। বর্তমানে তার পরিবারে লোকজন কম থাকায় বিবাদীদের সাথে মোকাবেলা করার মত তার সামর্থ না থাকায় অসহায় ভাবে দিনাতিপাত করে যাচ্ছে। এই অবস্থায় তিনি পুলিশ প্রশাসন সহ মানবাধিকার সংগঠন সমূহের সহযোগিতা কামনা করেছেন। উক্ত ঘটনার বিষয়ে স্থানীয় মিডিয়া কর্মীরা ঘটনাস্থল সরজমিন পরিদর্শন করে বোর ধান জমি অনাবাদী দেখতে পেয়েছেন এবং আবু সাদেক সরকার নিজ বাড়িতে অবস্থান না করার বিষয়ে সত্যতা পেয়েছেন। নান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি স্থানীয় ভাবে আপোষ ফয়সালা করার উদ্যোগ নেয়া হবে বলে জানান।