নান্দাইলে সাজাপ্রাপ্ত আসামি ও অপহরণকারী গ্রেফতার

0
21

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এক বছরের সাজাপ্রাপ্ত মো. সেলিম ভুঁইয়াকে মঙ্গলবার রাতে পুলিশ গ্রেফতার করে। তিনি উপজেলার আগমুশুল্লি গ্রামের মফিজ ভুঁইয়ার ছেলে। চেক প্রতারণা মামলায় এক বছরের সাজা হওয়ায় সেলিম ভুঁইয়া দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কচুরি গ্রাম থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে বলে জানিয়েছেন নান্দাইল মডেল থানার এসআই মো. নাজিম উদ্দিন। অপরদিকে নান্দাইলে এক কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সুমন মিয়া নামের ওই যুবককে গ্রেফতার করে বুধবার দুপুরে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়। সুমন উপজেলার পুরহরি গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে। ১৯ ফেব্রæয়ারি একই গ্রামের এক কলেজ ছাত্রীকে সে অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি নিয়ে মঙ্গলবার ছাত্রীটির বাবা বাদি হয়ে ৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মঙ্গলবার রাতেই অভিযুক্ত সুমন মিয়াকে গ্রেফতার করে। পরে গতকাল বুধবার তাকে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছেন, নান্দাইল মডেল থানার এসআই মো. নাজিম উদ্দিন। তিনি বলেন, অপহৃত ছাত্রীটিকে উদ্ধারে চেষ্টা চলছে।