নান্দাইলে অগ্নিকান্ডে ২১টি পরিবারের বসত ঘর পুড়ে ছাই ॥ গৃহস্থালি পশু সহ ২কোটি টাকার ক্ষয়ক্ষতি

0
47

নান্দাইল প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের উদংমধুপুর গ্রামে মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে এক অগ্নিকান্ডে ২১টি পরিবারের বসতঘর সহ ৪৩টি ঘর, ৬টি গরু, ৫টি ছাগল, অর্ধশতাধিক হাসমূরগী, ২৫০ মণ ধান-চাল ও নগদ ৪ লক্ষ টাকা সহ মোট ২ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মোঃ হাতিম মাস্টার, রুকন মিয়া ও আব্দুর রশিদ জানান, আগুনের ধোঁয়ার গন্ধে ঘুম থেকে উঠে দেখি সর্বদিকে আগুন ছড়িয়ে পড়েছে। কোনরকম ছেলেমেয়েদের নিয়ে ঘর থেকে বের হই। আগুন নিভানোর প্রাথমিক চেষ্টা করলেও তা পারা যায়নি। অবশেষে ফায়ার সার্ভিসে খরব দিলে তারা ঘটনাস্থল পৌছে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে প্রায় শেষ হয়ে গেলো আমাদের বসতবাড়ি সহ সবকিছু। জানাযায়, আব্দুর রাশিদের গোয়াল ঘর থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয় এবং ঘরগুলো পাশাপাশি ঘনবসতি হওয়ায় রক্ষা করা যায়নি। মাসরুফা খাতুন ও হালিমা আক্তার আহাজারি কন্ঠে বলেন, আমার ধান-চাল, গরু সহ সহায় সম্বল সব শেষ হয়েগেছে। “আমরা এখন কিভাবে বাচুঁম। মরার আগুন সব কেড়ে নিল।”

এঘটনায় নান্দাইল আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপজেলা পরিষদে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২১টি পরিবারে মাঝে ৪২ বান্ডেল টিন, ২০০টি কম্বল সহ নগদ অর্থ প্রদান করেন।