শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

নাটোরে চালু হওয়ার ১১ঘন্টা পরেই বন্ধ সুগার মিল

মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরের নর্থবেঙ্গল সুগার মিল চালু হওয়ার ১১ ঘন্টা পর বন্ধ হয়ে গেছে। মিল কর্তৃপক্ষ জানিয়েছে যান্ত্রিক ত্রুটির কারনে মিলের উৎপাদন বন্ধ হয়েছে। মিলের শ্রমিক কর্মচারীরা জানান, শুক্রবার (১৬ নভেম্বর)  বিকেল ৪টার দিকে নর্থ বেঙ্গল সুগার মিলে চলতি মৌসুমে আখ মাড়াইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। রাত (১৭ নভেম্বর)  তিনটার দিকে যান্ত্রিক ত্রুটির কারনে মিলের আখ মাড়াই বন্ধ হয়ে যায়।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কে এম সরোয়ার্দি জানান, শুক্রবার বিকাল ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে চলতি ২০১৮-১৯ মৌসুমে আখ মাড়াইয়ের মাধ্যমে চিনি উৎপাদনে যায় মিলটি। এবার ২ লাখ ৪৬ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে। ১৩০ মাড়াই দিবসে চিনি আহরনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৭ দশমিক ৫০শতাংশ। কিন্তু শুক্রবার রাত ৩টার দিকে হাঠাৎ করে মিলের বয়লারের স্টিম লাইনের পাইপ ফেটে গেলে বন্ধ হয়ে যায় মিলের চিনি উৎপাদন। নিজস্ব ব্যবস্থাপনায় ক্রুটি মেরামতের কাজ চলছে বলে জানানো হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular