বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

নাইরোবিতে অনুমোদনহীন আটতলা ভবন ধস

কেনিয়ার রাজধানী নাইরোবির কাহাওয়া ওয়েস্ট এলাকায় একটি আটতলা আবাসিক ভবন ধসে পড়েছে, যেখানে বেশ কয়েকটি পরিবার ধ্বংসস্তূপে আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তা ও জরুরি কর্মীরা এ তথ্য জানিয়েছেন।

রোববার (২০ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। ভবনটি অনুমোদন ছাড়াই নির্মিত হয়েছিল এবং ভাড়াটেদের খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল।

নাইরোবির গভর্নর জনসন সাকাজা জানিয়েছেন, ঘটনাস্থলে এক নারী আহত হয়েছেন এবং পাশের ভবনগুলোর বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। কেনিয়ায় নিম্নমানের নির্মাণকাজ ও নিয়মনীতি উপেক্ষার কারণে ভবন ধসের ঘটনা প্রায়শই ঘটে।

কেনিয়ায় ভবন ধসে পড়ার ঘটনা নতুন নয়। সাধারণত নিম্নমানের নির্মাণকাজ ও নিয়মনীতি উপেক্ষার ফলস্বরূপ এগুলো ঘটে। নাইরোবি কাউন্টির ১৬ অক্টোবরের একটি নথি অনুসারে, ভবনটি অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়েছিল এবং ব্যবহার করা হচ্ছিল। ভাড়াটেদের ভবনটি দুই সপ্তাহের মধ্যে খালি করার নির্দেশও দেওয়া হয়েছিল।

পূর্ব আফ্রিকার এই দেশটি নির্মাণ ক্ষেত্রে এক বিশাল উন্নয়নের মধ্য দিয়ে যাচ্ছে। তবে দুর্নীতির কারণে ঠিকাদাররা নিয়মকানুন এড়িয়ে নিম্নমানের নির্মাণকাজ করছে। ২০২২ সালের সেপ্টেম্বরে নাইরোবির শহরতলিতে ছয়তলা একটি ভবন ধসে পাঁচজন মারা যান। তার আগে ২০১৬ সালের এপ্রিলে ছয়তলা একটি অ্যাপার্টমেন্ট ভবন ধসে ৪৯ জন নিহত হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular