শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

নবীগঞ্জে ক্লিনিকের কাজ অসমাপ্ত রেখে ঠিকাদার উধাও সিভিল সার্জনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ

মোঃ সুমন আলী খাঁন, হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার হালিতলা কমিউনিটি ক্লিনিক এর নব-নির্মিত ক্লিনিকটি বিভিন্ন অজুহাতে কাজ রেখে পালিয়ে গিয়েছে অসাধু ঠিকাদার।প্রায় বছর খানেক সময় অতিবাহিত হবার পর কাজের কোন অগ্রগতি না হওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে ক্লিনিকের ভূমিদাতা আব্দুল বাছিত আজাদ হবিগঞ্জ সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে প্রকাশ ওই উপজেলার- নবীগঞ্জ সদর ইউনিয়নে অবস্থিত হাালিতলা গ্রাম। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ওই গ্রামের আবদুল বাছিত পাঁচ শতাংশ ভুমি কিèনিকের নামে রেজিষ্ট্রি করে দেন। এবং সরকারের পক্ষ থেকে তার দেয়া ভুামিতে ক্লিনিকের নতুন ভবন করার উদ্দ্যোগ গ্রহন করা হয়। এবং কয়েক লক্ষ টাকা বরাদ্ধ দেয়া হয়। কাজের দায়িত্ব সমজিয়ে নেন সিলেটের এক অসাধু ঠিকাদার । তিনি নামকা ওয়াস্তে কিছু কাজ করে অবশিষ্ট কাজ রেখে পালিয়ে যান। এতে দেখা দেয় বিরুপ প্রতিক্রিয়া। অবশেয়ে প্রায় বছর খানেক সময় অতিবিাহিত হবার পর কাজের কাজ কিছুই না হওয়ায় ক্লিনিকের ভুমি দাতা আব্দুল বাছিত আজাদ হবিগঞ্জের সিভিল সার্জনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন। এবং ওই অভিযোগপত্র হবিগঞ্জ ও সিলেট আসনের সংরক্ষিত সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চেীধুরীর হাতে পৌছলে তিনি নিজে রিসিভ করে গুরুত্ব সহকারে সমস্যা সমাধানে ব্যবস্থা নিতে জোর দাবি করেন। এ ব্যাাপারে সিলেট বিভাগের স্বাস্থ্য প্রকৌশলী মোঃ মনির উদ্দিনের সাথে ফোনে জানতে চাইলে তিনি বলেন,অভিযোগ সত্য। তবে আগামী এক মাসের মধ্যে অসম্পূর্ণ কাজ সমাপ্ত করা হবে। এব্যাপারে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত টিএইচও আব্দুস সামাদ জানান,হালিতলা ক্লিনিকের ব্যাপারে কোন কিছু জানা নেই।

Similar Articles

Advertismentspot_img

Most Popular