শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫

নতুন করে আরো ৭ ফেডারেশনের অ্যাডহক কমিটি

গত পাঁচ জুলাই পট পরিবর্তনের পর ফুটবল ও ক্রিকেট ছাড়া ফেডারেশনে সকল কমিটি ভেঙ্গে দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। এবার এসব কমিটি সংস্কারের অংশ হিসেবে সাত ফেডারেশনে আ্যাডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) এই অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত ফেডারেশনগুলো হচ্ছে সাঁতার, টেবিল টেনিস, ফেন্সিং, ভারত্তোলন, কারাতে, ভলিবল ও শরীর গঠন। এর আগে ১৪ নভেম্বর ছয়টি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছিল।

ভারত্তোলন ফেডারেশনের সভাপতি করা হয়েছে ক্রীড়াঙ্গনের বিশিষ্ট সংগঠক উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ (অব.)। তিনি বিগত কমিটির সহ-সভাপতি ছিলেন এবং দীর্ঘদিন ভারত্তোলনের সঙ্গে জড়িত। সাধারণ সম্পাদক পদে পরিবর্তন এসেছে। নজরুল ইসলামের পরিবর্তে সাবেক জাতীয় ভারত্তোলক ও প্রশিক্ষক লে.কর্ণেল মোঃ শহিদুল ইসলাম চৌধুরিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মহিউদ্দিন আহমেদ বলেন, ‘আমি ১৯৭২ সাল থেকে ফেডারেশনের সঙ্গে জড়িত। খেলোয়াড় হিসেবে, সংগঠক হিসেবে, সহ-সভাপতি হিসেবে এবং সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছি ৪২ বছর ধরে। আমাকে সরকার এবার সভাপতি নির্ধারণ করেছে, এজন্য আমি সরকারের কাছে কৃতজ্ঞ এবং সরকার ও ক্রীড়া পরিষদকে ধন্যবাদ জানাতে চাই; আমি এই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই। আমি চাইবো ভারোত্তলন দেশে বিদেশে যেন আরও প্রসার লাভ করে এবং আমরা যেন অনেক সম্মান, পদক বয়ে আনতে পারি। ’

‘প্রতিবন্ধকতা তো থাকবেই, আমি আগেও ক্রীড়া পরিষদে সভাপতি ছিলাম, তো আমি জানি আসলে কি কি প্রতিবন্ধকতা আসতে পারে, আশা করি সব কাটিয়ে উঠতে পারব। খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্টরা উপকৃত পাবে বলে আশা করি। ’- যোগ করেন তিনি।

ভারত্তোলকদের মধ্যে ফিরোজা পারভীন, আজহারুল ইসলাম, রেশমা সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক শরিফুল হুদা রিপন এই ফেডারেশনের কোষাধ্যক্ষ করা হয়েছে।

শরীরগঠন ফেডারেশনের সভাপতি করা হয়েছে অতিরিক্ত আইজিপি, প্রধান পিবিআই মোস্তফা কামালকে। সাধারণ সম্পাদক হয়েছেন চিকিৎস ও প্রাক্তন খেলোয়াড় কামরুজ্জামানকে। ফেন্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে বসুনিয়া এম আশিকুল ইসলামকে। খেলাধূলায় আগ্রহী পৃষ্ঠপোষক বিবেচনায় তাকে জাতীয় ক্রীড়া পরিষদ সাধারণ সম্পাদক করেছে। সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলামকে সভাপতি করা হয়েছে।

ভলিভল ফেডারেশনের পরিচিত মুখ আশিকুর রহমান মিকু। গত দু’দশকের বেশি সময় তিনি ফেডারেশনে ছিলেন। তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে সাবেক জাতীয় খেলোয়াড় বিমল ঘোষ ভুলুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ভলিবল ফেডারেশনে সভাপতি পদে বিজিএমইএ সভাপতি জায়ান্ট গ্রুপের ফারুক হাসান মনোনীত হয়েছেন। এই কমিটির সহ-সভাপতি হিসেবে আছেন রেডিয়েন্ট গ্রুপের পরিচালক লতিফ শাহরিয়ার জাহেদী। ভলিবল ফেডারেশনের কমিটি ১৯ সদস্য বিশিষ্ট। সেনা, নৌ, বিমান ও বিজিবি থেকে একজন করে প্রতিনিধি থাকবেন কমিটিতে। সাবেক খেলোয়াড় শিরিন, ঝিলু, আমিরুল হোসেন আপন, লিঙ্কন সদস্য হিসেবে আছেন।

সাঁতারের ১৯ সদস্যের কমিটিতে সভাপতি পদে যথারীতি আছেন নৌবাহিনী প্রধান। সহসভাপতি শিল্পপতি গোলাম মোহাম্মদ আলমগীর ও মিজানুর রহমান। সাধারণ সম্পাদক করা হয়েছে এই ফেডারেশনেরই সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীনকে। যুগ্ম সম্পাদক করা হয়েছে সাবেক সাঁতারু নিবেদিতা দাসকে। সদস্য তালিকায় আছেন সদ্য সাবেক সাঁতারু  আন্তর্জাতিক পদকজয়ী মাহফিজুর রহমান সাগর।

কারাতের কমিটিও ১৯ সদস্যের। এই ফেডারেশনের সভাপতি করা হয়েছে শিল্পপতি (এশিয়াটিক কটন মিল ও রিফাইনারি) ও সাবেক খেলোয়াড় সাহজাদা আলমকে। সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন।

টেবিল টেনিসের ১৭ সদস্যের কমিটিতে সভাপতি করা হয়েছে মাইক্রো ফাইবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এইচ জামানকে। সহসভাপতি পদে আগের কমিটির সহসভাপতি খন্দকার হাসান মুনির। দুই সভাপতির অন্যজন সাবেক টিটি খেলোয়াড় তাহমিনা তারমিন বিনু। সাবেক খেলোয়াড়, সংগঠক, ট্রেইনার এম এ মাকসুদ আহমেদ হয়েছেন নতুন সাধারণ সম্পাদক এবং সাবেক জাতীয় চ্যাম্পিয়ন নাসিমুল হাসান কচিকে যুগ্ম সম্পাদক করা হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular