দেশের সব এনজিওর শিক্ষা কার্যক্রম যদি আশার মত হতো!

0
10

ডেস্ক রিপোর্ট,

বরগুনা পাথরঘাটা উপজেলার শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষকগণ বলেছেন, “দেশের সব এনজিওর শিক্ষা কার্যক্রম যদি আশার মত হতো ”

বুধবার (৫ ফেব্রুয়ারী) বরগুনা জেলার পাথরঘাটা সদর-০১ ব্রাঞ্চের শিক্ষা সুপারভাইজার নিয়োগ পরীক্ষার সার্বিক কার্যক্রম সম্পন্ন করার পর পাথরঘাটা সদর ইন্সাক্ট্রর জনাব প্রকাশ চন্দ্র বিশ্বাসের সাথে আশা শিক্ষা কর্মসূচি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং চল্লিশ মিনিটের একটা সেশন পরিচালনা করে আশা শিক্ষা কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন আশা-পটুয়াখালী জেলার শিক্ষা অফিসার মুহিবুল ইসলাম।

এতে শিক্ষা কর্মকর্তারা প্রধান শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, আশা শিক্ষা কর্মসূচি যেখানেই চলবে আপনারা সবাই সাপোর্ট করবেন এবং প্লেস দিবেন। সেশন শেষে প্রধান শিক্ষকরা একটা করে আশা শিক্ষাকেন্দ্র তাদের বিদ্যালয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন যদিও ৯ টি বিদ্যালয়ে শিক্ষাকেন্দ্র চালু রয়েছে। ইনশাআল্লাহ আশা শিক্ষা কর্মসূচি হবে দেশের নম্বর ওয়ান শিক্ষা কর্মসূচি।