দুর্নীতি, মানি লন্ডারিং ছিল বিএনপি-জামায়াতের কাজ: প্রধানমন্ত্রী !

0
24

নিউজ ডেস্ক:

দুর্নীতি, মানি লন্ডারিং বিএনপি-জামায়াতের কাজ ছিল বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপি জামায়াতের লক্ষ্য ছিল দেশকে পরনির্ভরশীল করে রাখা। নিজেদের বিত্ত-বৈভব বৃদ্ধি করাই হলো তাদের নীতি।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিসি সম্মেলনে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আমরা স্বাধীন দেশ। আমার যে উন্নতি করতে পারি তা প্রমাণ করেছি। তিনি বলেন, দুর্নীতি, মানি লন্ডারিং ছিল বিএনপি-জামায়াতের কাজ।

তিনি আরও বলেন, আমরা ২০০৯ থেকে ২০১৭ পর্যন্ত এই ৮ বছর সরকারে থেকেছি তাই উন্নয়ন হয়েছে। আমরা দেশকে কি দিতে পেরেছি সেটাই বড় কথা। উন্নয়নের ধারা বজায় থেকেছে। এখন আমাদের খাদ্যে উৎপাদন বৃদ্ধি পেয়েছে।