দুর্নীতি ও হয়রানিমুক্ত সেবা দিচ্ছে শিয়ালকোল ভূমি অফিস

0
33

সিরাজগঞ্জ প্রতিনিধি- মোঃ নজরুল ইসলাম-

নামজারীসহ ভূমি সংক্রান্ত যাবতীয় সমস্যা সমাধানের সেবা প্রার্থীরা শিয়ালকোল ভূমি অফিসে যেন দুর্নীতি ও হয়রানির শিকার না হয় সে লক্ষ্যে ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মঈন উদ্দিন নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। সেবা নিতে আসা গ্রাহকদের নামজারি ও জমাভাগ, খাজনা আদায় জমির পর্চা (খসড়া) তোলা থেকে শুরু করে অবৈধ স্থাপনায় সরেজমিনে পরিদর্শনে বাদী বিবাদীগণের মামলা নিষ্পত্তি করনে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে এ ভূমি কর্মকর্তা।

প্রতি মাসের ন্যায় জুন মাসে ৫৭৬টি হোল্ডিং এর ৫,৩৫,৭২৫/- টাকা কর আদায় হয়েছে যা সরকারের এ রাজস্ব আদায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজার সহযোগিতায় ভূমি উন্নয়ন কর প্রদানে জনসচেতনামূলক কাজ করে যাচ্ছেন।

জুন মাসে ১১৭টি নামজারি আবেদনের প্রেক্ষিতে সেবা প্রত্যাশী মোঃ সবুজ খারিজের কাগজ হাতে পেয়ে খুশি। তিনি বলেন, প্রয়োজনীয় কাগজপত্রাদী ব্যবস্থা করে গত মাসে আবদেন করেছিলাম সরকারি নির্ধারিত ফি প্রদান করে অতি অল্প সময়ে খারিজের কাগজ হাতে পেয়েছি আগের মতো আর হয়রানি হতে হয় না এ ভূমি অফিসে।

সেবা প্রত্যাশি মুকুল বলেন, আমি খাজনা দিতে এসেছি। ডিজিটাল পদ্ধতিতে খুব কম সময়ে নির্ধারিত খাজনা দিলাম। যাহার রশিদ আমাকে প্রদান করা হয়েছে। প্রিন্ট কপি বা পরমার্শের জন্য আর কোন ধরনের টাকা দিতে হয় না। ভূমি অফিসে অনলাইনে খারিজ করেত এসে রিপন বলেন জমির কেনার পর কোন ধরনের খারিজ করা হয় নাই এখন খারিজ করার জন্য এসেছে যতটুকু ঝামেলা মনে হয়েছে কিন্তুু বাস্তবে ততটা নয়।

জানতে পারলাম এখন অনলাইন সিস্টেমে সরকারি নির্ধারিত ফি ব্যতিত কোথাও টাকা দেওয়ার প্রয়োজন নেই। আশা করছি আবেদন করার পর অল্প সময়েই খারিজের কাগজ পেয়ে যাবো। ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মঈন উদ্দিন জানান, প্রতি মাসে কর প্রদানের মাধ্যমে বিপুল পরিমান সরকারি রাজস্ব আয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন ধরনের শিল্প কারখানা গড়ে উঠায় সরকারি কর আদায়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।

সেবা প্রত্যাশীর জমি সংক্রান্ত আবেদন গ্রহণসহ সেগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সঠিক পরামর্শ প্রদান করা হয়েছে। কাজের চাপে সরকারি ছুটির দিনেও সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হয়। ভূমি সেবা প্রত্যাশীরা যেন কোনভাবে হয়রানির শিকার না হয় সে লক্ষ্যে প্রচার-প্রচারণাসহ বিশেষ কিছু উদ্যোগ গ্রহন করেছি। এছাড়াও জনপ্রত্যাশী এই ভূমি অফিসে আগত সেবা প্রত্যাশীরা যে কোন ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য তাদের আমরা সর্বদা তাদের সেবায় নিয়োজিত আছি।

পাশাপাশি ভূমিসেবা পেতে এবং অভিযোগ জানাতে ১৬১২২ নম্বরে অথবা পৃথিবীর যেকোন প্রান্ত থেকে +৮৮০৯৬১২-৩১৬১২২ নম্বরে ফোন করে তথ্য জানতে পারবে। ০৪নং শিয়ালকোল ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা বলেন, আমি শুনেছি ও জানতে পেরেছি আমাদের ভূমি অফিস স্বচ্ছ ও জনগণের জবাবদিহিতায় বদ্ধ পরিকর। জনগনের ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে শিয়ালকোল ভূমি অফিস।

আপোষ-মিমাংসা, মামলা-মোকদ্দমার ঝামেলা, অবৈধ দখলসহ সমাজে স্বার্থন্বেষী ব্যক্তিবর্গদের কাছে ভূক্তভোগীর হয়রানী বন্ধ করতে দিন বা রাতের যে কোনে সময়ে সমস্যা সমাধানের জন্য ইউনিয়ন ভূমি কর্মকর্তা আমাকে অবহিত করে থাকেন।