বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালক ও দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান বলেছেন, বাংলাদেশ বর্তমানে দুর্নীতি সূচকে উদ্বেগজনক অবস্থানে রয়েছে। গত ৭ বছরে দেশের অবস্থান খারাপ হয়েছে, এবং ২০২৪ সালের সূচকে বাংলাদেশ ১৮০টি দেশের মধ্যে ১৫১তম। যা নিম্নক্রম অনুসারে ১৪তম। এক বছর আগেই বাংলাদেশ ছিল ১৪৯তম স্থানে।মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর মাইডাস সেন্টারে দুর্নীতির ধারণা সূচক-২০২৪ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনেড. ইফতেখারুজ্জামান জানান, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভাল অবস্থানে রয়েছে ভুটান, এবং ডেনমার্ক টানা ৭ বার শীর্ষ স্থানে রয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের এই অবস্থানটিকে একেবারে হতাশাজনক বললে কম হবে, কারণ গত এক দশকে দুর্নীতি নিয়ন্ত্রণে আমরা কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারিনি। বিশেষত ২০১২ থেকে ২০২৪ সালের মধ্যে দেশে ক্ষমতাবাদ ও স্বৈরতন্ত্রের প্রভাবে দুর্নীতির বিস্তার ঘটেছে।

তিনি অবিলম্বে সংস্কার কমিশনের সুপারিশ কার্যকর করার গুরুত্ব তুলে ধরে বলেন, দুদকসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয় নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে হবে, এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কৃতিতে মৌলিক সংস্কার ছাড়া দেশ দুর্নীতির এই পরিস্থিতি থেকে মুক্তি পাবে না।

ড. ইফতেখারুজ্জামান বলেন, দক্ষিণ এশিয়ায় আফগানিস্তান ১৭ পয়েন্ট নিয়ে সর্বনিম্ন স্কোর ও অবস্থানে রয়েছে। এ অঞ্চলে আফগানিস্তানের পরই বাংলাদেশের স্কোর ও অবস্থান দ্বিতীয় সর্বনিম্ন।

ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, দুর্নীতির সাথে যারা জড়িত, তাদের ক্ষমতার প্রতিই যতই প্রভাবশালী হোক না কেন, তাদের বিচারের আওতায় আনতে হবে। এর জন্য দুদককে কার্যকর এবং স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।তিনি বলেন, বিগত সময়ে দেশে সব থেকে বেশি দুর্নীতি হয়েছে ক্রয় খাতে। এক সময় দুর্নীতিবাজদের মানুষ ঘৃণা করতো, আর এখন প্রধান অতিথি করে। সরকার সেই সুযোগ করে দিয়েছিল কালো টাকা সাদা করে দেয়ার সুযোগ দিয়ে।

বিগত বছরগুলোতে দেশের দুর্নীতি পরিস্থিতির অবনতির জন্য স্বৈরাচারের ভূমিকা এবং অর্থ পাচার ঠেকানোর বিষয়ে অকার্যকর পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, এতদিন দুর্নীতি দমন কমিশন কোনো দৃশ্যমান কার্যক্রম গ্রহণ করেনি, যার কারণে বাংলাদেশ এই অবস্থা মোকাবিলা করছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular