নিউজ ডেস্ক:
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দুটি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে।
দেশের প্রথম নারী বিচারক ও আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা অবসরে যাওয়ায় এ দুটি বেঞ্চ পুনর্গঠন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
বিচারপতি নাজমুন আরা সুলতানা অবসরে যাওয়ায় আপিল বিভাগের দুই নম্বর বেঞ্চের বিচারক সংখ্যা হয় দুজন। আর এক নম্বর বেঞ্চে বিচারক সংখ্যা হয় চারজন। এক নম্বর বেঞ্চের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিককে দুই নম্বর বেঞ্চে অন্তর্ভূক্ত করে বেঞ্চ পুনর্গঠন করা হয়। দুই নম্বর বেঞ্চে এখন বিচারক সংখ্যা হলো তিনজন। ফলে দুটি বেঞ্চেই এখন তিনজন করে বিচারক দায়িত্ব পালন করবেন।