বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

দুই ব্যবসায়ীকে জরিমানা, কম্পিউটার জব্দ!

দামুড়হুদায় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পর্নোগ্রাফি রাখার অভিযোগে
নিউজ ডেস্ক:দামুড়হুদার জয়রামপুর কাঁঠালতলায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন মোবাইল কোর্ট। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার কাঁঠালতলায় জিহাদ ফার্মেসিতে ওষুধের মেয়াদ না থাকা এবং ফার্মেসিটি অপরিষ্কার থাকার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৫১ ধারায় দোষী সাব্যস্ত করে ফার্মেসির মালিক আবু নেওয়াজকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে মুকুল টেলিকমের কম্পিউটারে পর্নোগ্রাফি ভিডিও ও ছবি থাকার অপরাধে দোকানের মালিক মুকুলকে পর্নোগ্রাফি আইন ২০১২ সালের ৪ ধারায় ১ হাজার টাকা জরিমানা এবং তাঁর কম্পিউটারটি জব্দ করা হয়।
এ দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানার পিএসআই শাহ আব্দুল আজিজ, নির্বাহী কর্মকর্তার অফিসের সার্টিফিকেট সহকারী জিহন আলী, অফিস সহকারী রফিকুল ইসলাম প্রমুখ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular